• Phone: +8801785-408231
  • Email: softtopit@gmail.com
  • Address: Dhaka, Bangladesh
    • Follow us on:

    Blogs > Blog Details

    News and Insights

    image

    বার্সেলোনা ছাড়ার ঘোষণা জাভির

    দিনবদলের আশা নিয়ে ২০২১ সালের নভেম্বরে বার্সেলোনার দায়িত্ব নিয়েছিলেন ক্লাব কিংবদন্তি জাভি হার্নান্দেজ। শুরুটা ভালোই করেছিলেন। গত মৌসুমে ক্লাবকে এনে দিয়েছিলেন লিগ শিরোপাও। কিন্তু এ মৌসুমে ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে বার্সা। স্প্যানিশ সুপার কাপে রিয়াল মাদ্রিদের কাছে শিরোপা হারানোর পর গত সপ্তাহে বার্সা বিদায় নিয়েছে কোপা দেল রে থেকেও।

    এমনকি লিগেও ২১ ম্যাচ শেষে শীর্ষে থাকা রিয়ালের চেয়ে বার্সা পিছিয়ে আছে ১০ পয়েন্টে। সর্বশেষ গতকাল রাতে ভিয়ারিয়ালের কাছে বার্সা হেরেছে ৫-৩ গোলে। আর এই হারের পর ব্যর্থতার দায় নিয়ে ক্লাব ছাড়ার ঘোষণা দিলেন জাভি। জানিয়েছেন, চলতি মৌসুম শেষ হওয়ার পরই তিনি বার্সেলোনা ছাড়বেন।

    বার্সা ছাড়ার ঘোষণায় জাভি বলেছেন, ‘আমি ৩০ জুন চলে যাচ্ছি। সভাপতি এবং স্টাফদের সঙ্গে মিলেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। একজন বার্সেলোনা–সমর্থক হিসেবে ক্লাবের ভালোর জন্যই আমার এই সিদ্ধান্ত। আমার মনে হয়, ক্লাবের সবদিক দিয়েই পরিবর্তন দরকার। কেউ আমাকে বলেছিল বার্সার স্যার অ্যালেক্স ফার্গুসন হতে। কিন্তু এটা অসম্ভব। বার্সায় এটা কখনো হবে না।’

    খেলোয়াড় হিসেবে বার্সার হয়ে সম্ভাব্য সবকিছু জিতেছিলেন জাভি। কোচ হিসেবেও চেয়েছিলেন দারুণ কিছু অর্জন করতে। কিন্তু সে স্বপ্ন অপূর্ণ রেখেই চলে যেতে হচ্ছে জাভিকে। তবে মৌসুমের বাকি সময়ে নিজের সেরাটা উজাড় করে দেওয়ার প্রত্যয়ের কথাও জানিয়েছেন এই স্প্যানিশ কোচ, ‘আমি ক্লাবের একজন হিসেবে চিন্তা করেছি। আমার মনে হয়েছে, চলে যাওয়াটাই সঠিক সিদ্ধান্ত। যে চার মাস বাকি আছে, আমি সবকিছু দিয়েই চেষ্টা করব। আমি মনে করি আমাদের ভালো একটি মৌসুম হবে।’

    ভিয়ারিয়ালের বিপক্ষে হারের পরই ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন জাভি
    ভিয়ারিয়ালের বিপক্ষে হারের পরই ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন জাভি
    এএফপি

    বার্সা ছাড়ার সিদ্ধান্তের পেছনে জাভি দায় দিয়েছেন সাংবাদিকদেরও, ‘এটা নির্মম চাকরি। আপনার সব সময় মনে হবে, আপনি মূল্য পাচ্ছেন না৷ আপনারা দেখবেন, কীভাবে তারা (সংবাদমাধ্যম) আপনাকে শেষ করে দেয়। তারা আপনার সমালোচনা করে এবং সেটা আপনাকে আক্রান্ত করে। এটা সব বার্সা কোচের সঙ্গেই হয়ে থাকে। শেষ পর্যন্ত ক্লাব ছেড়ে যেতে হয়, কাজ চালিয়ে যাওয়ার কোনো মানে থাকে না।’

    তাঁর এই সিদ্ধান্ত দলের পরিবেশ হালকা করবে জানিয়ে জাভি বলেছেন, ‘এই সিদ্ধান্ত দলকে এবং এখানকার পরিবেশকে হালকা করতে সাহায্য করবে। খেলোয়াড়েরা আবারও মুক্ত অনুভব করবে। অর্থের দ্বারা চালিত হয়ে আমি সিদ্ধান্ত নিই না। আমার চুক্তি কখনোই সমস্যা হয়ে দাঁড়াবে না। আমি হৃদয় দ্বারা চালিত হয়ে সিদ্ধান্ত নিই।’

    0 Comments:

      No Comments yet! Be the first to comment. 😊

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Alert: Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.